নেত্রকোনার কেন্দুয়ায় শিক্ষার্থীদের মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জামিন দেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার পরীক্ষাকেন্দ্রের বাইরে এক এসএসসি পরীক্ষার্থীর মাথার স্কার্ফ ধরে টান ও যৌন নিপীড়নের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় ওই ছাত্রীর পাঁচজন সহপাঠী আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে গুরুতর মস্তোফা ও রানাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত এক ছাত্রের বাবা বাদী হয়ে গত বুধবার কেন্দুয়া থানায় একটি মামলা করেন। পরে মামলার দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করে বুধবার আদালতে হাজির করে।
পুলিশ জানায়, হামলায় আহত এক শিক্ষার্থীর বাবা আবদুল মজিদ বাদী হয়ে গত বুধবার কেন্দুয়া থানায় একটি মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলায় সজিব মিয়া (১৫), রাজন মিয়া (১৫) ও হৃদয় মিয়ার (১৫) নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়। মামলার পর ১ ও ২ নম্বর আসামি যথাক্রমে সজিব ও রাজনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার বিকেলে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।