বাগমারা প্রতিনিধি
বাগমারা উপজেলার মচমইল ডিগ্রি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন প্রভাষক আব্দুল মমিন প্রামাণিক। প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য দেন বাগমারার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার।