রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সম্প্রীতি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই যুগপূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে বাগাইহাট বাজার সংলগ্ন বিএফ আইডিসি মাঠ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এর আগে খাগড়াছড়ি সেনা রিজিয়নের বাগাইহাট জোনের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা, বিনা মূল্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিকেলে সাজেক থানা ছাত্রলীগের প্রয়াত সভাপতি মরহুম রুবেল স্মৃতি সংসদের আয়োজনে বাগাইহাট সম্প্রীতি টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কনসার্টে সিক্স বেঙ্গল বাগাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল মুনতাসির রহমান চৌধুরী প্রধান অতিথি এবং উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নুরুল্লাহ নুরুল্লা জুয়েল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সাজেক থানার ওসি নুরুল আনোয়ার, সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নেলসন চাকমা নয়নসহ হাজারো পাহাড়ি-বাঙালি।