তামিমা সুলতানা তাম্মীর প্রথম স্বামীর মামলায় ক্রিকেটার নাসির হোসেন, তামিমা ও তাঁর মা সুমি আক্তারকে জামিন দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাঁদের জামিন দেন।
তালাক না দিয়েই বিয়ে করার অভিযোগে গত ২৪ ফেব্রুয়ারি এ মামলা করেন তামিমার প্রথম স্বামী মো. রাকিব হাসান।
গতকাল সকালে নাসির হোসেনসহ তিনজন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের জামিন দেন। একই সঙ্গে মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় নথি মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়।
নাসির হোসেনসহ তিনজনের বিরুদ্ধে বাদীর অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে বলে গত ৩০ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করে পিবিআই। আদালত আসামিদের অপরাধ আমলে নিয়ে গতকাল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, তামিমা তাঁর স্বামী মো. রাকিব হাসানকে তালাক দেননি। রাকিব তালাকের কোনো নোটিশও পাননি। এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির ও তামিমার বিয়ে অবৈধ।