গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেছেন নিপুণ আক্তার। গতকাল তিনি এই আপিল করেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। গতকাল বেলা ৩টায় আপিল শুনানি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। আজ আপিল শুনানির কথা রয়েছে।
২৮ জানুয়ারি অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান বিজয়ী হলে তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনেন নিপুণ। সেই অভিযোগের ভিত্তিতে ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে জয়ী ঘোষণা করে।
পরে আপিল বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে ৭ ফেব্রুয়ারি আদালত সেই সিদ্ধান্ত স্থগিত করেন। একই সঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। ১৫ ফেব্রুয়ারি রুল শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতের আদেশ জারির পরই নিপুণ জানিয়েছিলেন তিনি আপিল করবেন।