সাক্ষাৎকার

টাঙ্গাইল-৮ আসন: ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং দমনের প্রত্যয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে নৌকার টিকিটে সংসদ সদস্য (এমপি) হয়েছেন অনুপম শাহজাহান জয়। ভোটযুদ্ধে তিনি হারিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে (বীর উত্তম)। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হলেন তিনি। এ ছাড়া সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। জয়ের বাবা প্রয়াত শওকত মোমেন শাহজাহান এই আসনে চারবারের সংসদ সদস্য ছিলেন। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর আসনের উন্নয়ন ও রাজনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন এমপি অনুপম শাহজাহান।

গত নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো বড় মাপের একজন প্রার্থীকে পরাজিত করার পেছনে কোনো কৌশল ছিল কি না—জানতে চাইলে এমপি অনুপম বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমরা মানুষের সুখে-দুঃখে, আপদে-বিপদে পাশে থাকি। সখীপুর-বাসাইলবাসীকে ভালোবেসে আগলে রাখি। আমার প্রতিদ্বন্দ্বী বঙ্গবীর মুক্তিযুদ্ধে বিশাল অবদান রেখেছেন। তবে সখীপুর-বাসাইলবাসীর জন্য তেমন কোনো কাজ করেননি। তিনি সাতবার নির্বাচন করেছেন। নির্বাচনের পর বেশি সময় তিনি ঢাকাতেই অবস্থান করেছেন। তিনি স্থানীয় মানুষকে আপন করে নিতে পারেননি। কাজের মূল্যায়ন হিসেবেই জনসাধারণ আমার ওপর আস্থা রেখেছেন।’

নির্বাচনী এলাকার উন্নয়নকাজ প্রসঙ্গে অনুপম শাহজাহান বলেন, ‘আমার একটি মিশন আছে। আমি প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। তিন মাসের আলটিমেটাম দিয়েছি। এর মধ্যেই বাসাইল-সখীপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না।’

নির্বাচনের আগে বেকারদের কর্মসংস্থানের প্রতি গুরুত্ব দিয়েছিলেন। ভবিষ্যতে এই বিষয়ে কী পদক্ষেপ নেবেন—এমন প্রশ্নে অনুপম বলেন, ‘আমাকে একটি বছর সময় দেন। আমার মাস্টারপ্ল্যান তৈরি ও বাস্তবায়নে অগ্রসর হতে দেন। অবশ্যই আমার প্রতিশ্রুতির প্রতিফলন দেখতে পাবেন।’ 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ