শামিমুজ্জামান, খুলনা
শিগগিরই চালু হতে যাচ্ছে বন্ধ হওয়া খুলনা খালিশপুরের রাষ্ট্রায়ত্ত পাটকল প্লাটিনাম জুবিলী জুট মিল। এটি বেসরকারিভাবে চালু হচ্ছে। ইতিমধ্যে ইজারার দুই বছরের টাকাও পেয়েছে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। পাটকল চালুর খবরে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকেরা।
খুলনা অঞ্চলের পাটকলগুলোতে দুই বছর ধরে নীরবতা বইছে। নেই কোলাহল, মেশিনের খুটখাট শব্দ। ২০২০ সালের ৩ জুলাই বিজেএমসির অধীনে থাকা ২৫টি সরকারি পাটকল বন্ধ করে দেয়। যার মধ্যে ছিল খুলনা-যশোর অঞ্চলের আলিম, কার্পেটিং, ক্রিসেন্ট, দৌলতপুর, ইস্টার্ন, জেজেআই, খালিশপুর, প্লাটিনাম, স্টার—এই নয়টি পাটকল। তারপর থেকে পাটকলগুলোতে এই চিত্র।
মিল বন্ধের পর শ্রমিকেরা বেকার হয়ে পড়েন। মিল চালুর দাবিতে রাজপথে মিছিল-সমাবেশ করেন তাঁরা। ২০২১ সালের এপ্রিলে সরকার ১৭টি পাটকলকে বেসরকারি খাতে ৫ থেকে ২০ বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় প্লাটিনাম জুবিলী জুট মিল ইজারা সম্পন্ন হয়েছে। প্লাটিনামের ইজারা প্রতিষ্ঠান ফরচুন সুজ ইতিমধ্যে দুই বছরের ইজারাবাবদ ১০ কোটি ৪০ লাখ টাকা দিয়েছে।
এ ব্যাপারে বিজেএমসি খুলনার আঞ্চলিক সমন্বয় কর্মকর্তা মো. গোলাম রব্বানী জানান, প্লাটিনাম জুবিলী জুট মিলের ইজারা বাবদ ১০ কোটি ৪০ কোটি টাকা প্রদান করেছে ফরচুন সুজ কর্তৃপক্ষ। আশা করা যাচ্ছে, দ্রুত মিলটি চালু করবে। বন্ধ মিলগুলোও ইজারার মাধ্যমে চালুর প্রক্রিয়ায় রয়েছে।
পাটকল চালুর খবরে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকেরা। এ ব্যাপারে পাটকলের শ্রমিক মো. মিজানুর রহমান বলেন, মিল বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক বেকার হয়েছেন। খেয়ে না খেয়ে তাঁদের দিন কাটছে। মিল চালু হলে বেকারত্ব দূর হবে।
এই মিলের আরেক শ্রমিক আলমগীর হোসেন বলেন, মিল চালু হলে শ্রমিকেরা বেতন পাবেন। তাঁদের অভাব ঘুচবে।
এদিকে মিলগুলো চালুর খবরে স্বস্তি প্রকাশ করলেও বেসরকারিভাবে চালু হওয়ায় সঠিক মজুরি নিয়ে কিছুটা শঙ্কা শ্রমিক ও নেতাদের। এ ব্যাপারে পাট-সুতা বস্ত্রকল শ্রমিক কল্যাণ কর্মচারী সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. খলিলুর রহমান বলেন, মিল চালুর সংবাদে শ্রমিকেরা খুশি। তবে বেতন কাঠামো কী হবে, তা নিয়ে শঙ্কা রয়েছে।
মিল সরকারি-বেসরকারি যেভাবেই চালু হোক, যেন বেতন কাঠামো ঠিক থাকে। আর মিলগুলো চালুর খবরে আশাবাদী খুলনা অঞ্চলের পাট ব্যবসায়ীরাও। বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলী বলেন, মিল চালু হলে বেকার শ্রমিকদের যেমন কর্মসংস্থান হবে; তেমনি পাট ব্যবসায়ীদের সুদিন ফিরে আসবে।