বরুড়া প্রতিনিধি
বরুড়ায় কবরস্থান থেকে রামদা ও লাঠিসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার ভোর ৩টার দিকে পেরপেটি গ্রামের কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই কবরস্থান থেকে চারটি রাম দা, দুটি এসএস পাইপ ও আটটি বাঁশের লাঠি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযানে উপপরিদর্শক রাশেদুল ইসলাম নেতৃত্ব দেন।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, অস্ত্র রাখার সঙ্গে জড়িতদের শনাক্তকরণের চেষ্টা চলছে।