পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ার বনভূমিতে অবৈধভাবে নির্মাণাধীন একটি পাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল রোববার বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা উপজেলার শিলখালী ইউনিয়নের পূর্ব ভারুয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ভবনটি গুঁড়িয়ে দেন।
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে একটি পাকা ভবন নির্মাণের খবর পেয়ে অভিযানৈ যাই। গিয়ে দেখি ভবনটির দেয়াল ও পিলার তৈরি করা হয়েছে। পরে আমরা সেটি ভেঙে দিয়েছি।’