বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদ উদ্যাপনে ভাটা পড়েছিল। এবার তা কেটেছে। দর্শনীয় স্থানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
নওগাঁর বদলগাছী উপজেলায় অবস্থিত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে এবারের ঈদে দর্শনার্থী সমাগমের আগের সব রেকর্ড ভেঙেছে।
ঈদের দিন দুপুর থেকে এই পাহাড়পুরে দর্শনার্থীদের আগমন বাড়তে থাকে। দর্শনার্থীদের আগমন উপলক্ষে বৌদ্ধবিহারসংলগ্ন হোটেল, রেস্তোরাঁ, কসমেটিকস ও ঝিনুকের দোকানগুলো বর্ণিল সাজে সাজানো হয়।
পায়েল নামের এক দর্শনার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে এর আগে বহুবার এসেছি। কিন্তু এবার এখানে এসে মনে হচ্ছে, নতুন এক বৌদ্ধবিহারকে দেখছি। পুরো পাহাড়পুরটি পরিদর্শন করে আমরা খুবই আনন্দ পেয়েছি।’
পাহাড়পুর বৌদ্ধবিহার অফিস সূত্রে জানা যায়, এবার ঈদের প্রথম দিন পাহাড়পুরে ১৫ থেকে ২০ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। পরের দিন বুধবারে ২৫-৩০ হাজার দর্শনার্থীর আগমন ঘটেছে।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ফজলুল করিম আরজু আজকের পত্রিকাকে বলেন, এ বছর ঈদুল ফিতরে এই বিহারে দর্শনার্থীর সমাগম ছিল চোখে পড়ার মতো। ঈদে দর্শনার্থী সমাগমের আগের রেকর্ডগুলো এতে ভেঙে গেছে।