Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সড়কের ওপর হাট, ভোগান্তি

বাঘারপাড়া প্রতিনিধি

সড়কের ওপর হাট, ভোগান্তি

যশোরের বাঘারপাড়া-নারিকেলবাড়িয়া সড়ক ঘেঁষে, কখনো বা সড়কের ওপর বসে উপজেলা সদরের হাট। ফলে রাস্তার ওপর ভিড় জমে যানজটের সৃষ্টি হয়। আর এ যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীসহ যাত্রীদের। থানার সামনে সপ্তাহে দুদিন বসে এই হাট, যা ‘থানার হাট’ নামে পরিচিত।

গতকাল শুক্রবার সরেজমিনে গেছে, হাটের স্থান সংকুলান না হওয়ায় অনেকটা বাধ্য হয়েই কৃষকেরা ধান-সবজিসহ নানা পণ্য নিয়ে বসেছেন সড়কের ওপর। এতে যানজট সৃষ্টি হচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছে এই পথে চলাচলকারীরা। ঠেলাঠেলি করে চলতে হয় পথচারীদের। যাত্রীবাহী বাসসহ আটকে থাকে কয়েকটি যানবাহন।

সড়কের ওপরে ধানের বস্তা রেখে বিক্রির জন্য দাঁড়িয়ে আছেন কৃষকেরা। অনেকক্ষণ ধরে যানজট লেগে থাকায় বাঘারপাড়া থানার কয়েকজন পুলিশ যানজট নিরসনে কাজ করেন।

এ সময় ট্রাকচালক মনির হোসেন বলেন, ‘৩০ মিনিট ধরে যানজটে আটকে আছি। প্রধান সড়কে এমন হাট বসায় খুবই সমস্যায় পড়তে হয়েছে।’

বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক কামাল হোসেন বলেন, ‘বাঘারপাড়া-নারিকেলবাড়িয়া সড়কটি একটি ব্যস্ততম সড়ক। সব সময়ই এ সড়ক দিয়ে যাত্রীবাহী বাস ও ট্রাক চলাচল করে। সাপ্তাহিক হাটের এই দুই দিনে যানবাহন মুখোমুখি ঢুকে পড়লে যানজট তীব্র আকার ধারণ করে।’

বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু বলেন, ‘এ বছর ১৭ লাখ ১০ হাজার টাকায় হাটটি ইজারা দেওয়া হয়েছে। হাটটি স্থানান্তরের চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে হাটের জায়গা নির্ধারণের জন্য ঘুরে দেখেছি। জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলেছি।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ