জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) নেতৃত্বাধীন জেএসএসের ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রিয়দর্শী চাকমার নেতৃত্বে খাগড়াছড়িতে শতাধিক পাহাড়ি নেতা বিএনপিতে যোগদান করেছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা বিএনপিতে যোগ করেন।
তাঁদের বিএনপিতে স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের জন্য নিরাপদ ঠিকানা। এ কারণে দলের দুর্দিনেও বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা দলে দলে বিএনপিতে যোগদান করছেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্ট, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু ও দলে নবাগত প্রিয়দর্শী চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা, আবু তালেব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।