এক বছরে এসএমপি ব্লাড ব্যাংকের সহযোগিতায় সারা দেশে বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যসহ ৮৭৩ জনকে রক্ত দিয়ে সহযোগিতা করা হয়েছে। গতকাল সোমবার মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় এসএমপির সদস্যদের অভিনন্দন জানান মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, উপকমিশনার (সদর) মো. কামরুল আমিন, উপকমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপকমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপকমিশনার মো. সুহেল রেজা পিপিএম, উপকমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান, অতিরিক্ত উপকমিশনার (সদর ও প্রশাসন) ইয়াহিয়া আল মামুনসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।
এর আগে গত বছর ১৩ ডিসেম্বর এসএমপির কল্যাণ সভায় নায়েক সফি আহমদের প্রস্তাব অনুযায়ী সিলেট মহানগর পুলিশের ‘ব্লাড ব্যাংক’ ঘোষণা করা হয়।