ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। একে-অপরের সঙ্গে পাল্লা দিয়ে প্রিয় দলের দীর্ঘ পতাকা বানানোয় ব্যস্ত তাঁরা। সম্প্রতি বেতাগী উপজেলায় আর্জেন্টিনার সমর্থকেরা ২৫০ হাত লম্বা একটি পতাকা তৈরি করেছিলেন। তাঁদের টেক্কা দিতে ৫০০ হাতের দীর্ঘ পতাকা তৈরি করেছে ব্রাজিলের সমর্থকেরা।
বেতাগী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার একদল তরুণের উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যায় ওই পতাকাটি তৈরি করে টানানো হয়। পতাকাটি দেখতে আসা আবুল বাশার বলেন, বাসস্ট্যান্ড এলাকার রফিকুল ইসলাম, নাজমুল, সাগর, মিজান গাজী ও রাকিব গাজীসহ ব্রাজিলভক্ত-সমর্থকেরা ৫০০ হাত লম্বা এ পতাকাটি বানিয়েছে। ইউএনও মো. সুহৃদ সালেহীন বলেন, ‘পতাকা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে দুটিই নামিয়ে ফেলব।’