এক মাস আগে ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি প্রকাশ হয়েছে। গত পরশু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাধারণ সম্পাদক জয় শাহ জানিয়েছেন, বিশ্বকাপের সূচিতে নতুন করে কয়েকটি পরিবর্তন আসতে যাচ্ছে। তাতে বাংলাদেশ সূচিতেও আসতে পারে পরিবর্তন।
বর্তমান সূচিতে কোনো দেশের এক ম্যাচ থেকে আরেক ম্যাচের বিরতি সর্বোচ্চ ৭ দিন পর্যন্ত রয়েছে। আবার কোনো দল একাধিক ম্যাচ খেলবে দুই দিনের বিরতিতে। ভারতের এক রাজ্য থেকে আরেক রাজ্যে খেলতে গেলে যথেষ্ট ভ্রমণঝক্কি রয়েছে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এটা সব দলের জন্য চ্যালেঞ্জিং। একাধিক ক্রিকেট বোর্ড তাদের ম্যাচে বিরতি বাড়াতে আইসিসি ও বিসিসিআইয়ের কাছে লিখিত অনুরোধ করেছে।
৫ থেকে ৭ দিন যেসব ম্যাচের ব্যবধান রয়েছে, বিসিসিআই ও আইসিসি সেগুলো কমিয়ে আনার সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে। বিরতি বাড়বে কম বিরতি থাকা ম্যাচগুলোর মধ্যে।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন আজকের পত্রিকাকে বলেছেন, ‘কারা কারা অনুরোধ করেছে সেটা জানা নেই। বিসিবি করেনি। আইসিসি থেকে এখনো আমাদের কিছু জানায়নি সূচি পরিবর্তন নিয়ে।’
এখনো আইসিসি থেকেও কোনো কিছু না জানানো হলেও বাকিদের সময়সূচি পরিবর্তন হলে বাংলাদেশের কিছু ম্যাচের দিনক্ষণ বদলে যেতে পারে।