হোম > ছাপা সংস্করণ

সিরাজদিখানে নদীর পাড়ের মাটি ইটভাটায়

আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)

সিরাজদিখানে ধলেশ্বরী নদীর পাড়ের জমির মাটি বিক্রি করা হচ্ছে ইটভাটায়। এতে বছরজুড়ে নদী ভাঙন লেগেই থাকে ওই এলাকাজুড়ে। মাটি কাটা বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

জানা গেছে, উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামের শিব মন্দির সংলগ্ন খেয়াঘাট এলাকার ধলেশ্বরী নদীর পাড় থেকে মাটি কাটা হচ্ছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে দিন রাত মাটি বিক্রি হচ্ছে। আর সেই মাটি যাচ্ছে ইটভাটার মালিকদের কাছে। রিপন ছৈয়াল নামে এক ব্যবসায়ী এ মাটি বিক্রির সঙ্গে জড়িত। গত বুধবার উপজেলার মালখানগর ইউনিয়ন ভূমি অফিস থেকে লোকজন গিয়ে রিপন ছৈয়ালকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করে। এ সময় রিপন তার নিজের জমি বলে দাবি করলে এসিল্যান্ড তাকে কাগজপত্র নিয়ে ভূমি অফিসে আসতে বলে।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, ধলেশ্বরী নদীর পাড় কেটে মাটি ট্রলারে ভরে নিয়ে যাচ্ছে ৬-৭ জন ব্যক্তি। প্রতি ট্রলার ৩০০ টাকায় ভরে মাটি নিয়ে যাচ্ছেন মাটি ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছেন উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামের রিপন ছৈয়াল নামে এক ব্যক্তি। প্রতিদিন ১০ / ১২টি ট্রলারে করে মাটি বিক্রি করছেন। এতে করে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। আর এলাকাবাসী নদী ভাঙনের কবলে পড়ছে।

ট্রলারের মালিক মো. নূরু বলেন, ‘আমি প্রতিদিন এক ট্রলার ৩০০ টাকা দরে (দাম) রিপন ভাইয়ের কাছ থেকে মাটি কিনেছি। আমরা পানি থেকে ডুবে ডুবে মাটি কেটে তারপর ট্রলারে ভরি। এই জমি কার সেটা আমরা জানি না। কিন্তু রিপন ছৈয়াল আমাদের কাছে টাকার বিনিময়ে মাটি বিক্রি করছে।’

অভিযুক্ত রিপন ছৈয়াল বলেন, ‘এই জমি আমাদের, আমি এই মাটি বিক্রি করছি, এটা সরকারি কোন জায়গা না। এটা আমার জায়গা।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাশ বলেন, ‘ধলেশ্বরী নদীর পাড়ের জমির মাটি কেটে নেওয়ার খবর পেয়ে মালখানগর ইউনিয়ন ভূমি অফিস থেকে লোকজন গিয়ে রিপন ছৈয়াল নামে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে। তারপর সে বলে এই জায়গা নাকি তার। সে জন্য আমি কাগজপত্র নিয়ে তাঁকে আসতে বলেছি। কাগজপত্র দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন