হোম > ছাপা সংস্করণ

যুবকদের এলইডিতে আলোকিত গ্রামের রাস্তা

দোহার (ঢাকা) প্রতিনিধি

সন্ধ্যা নামলে গ্রামের রাস্তায় অন্ধকারে টর্চলাইটের আলোই ছিল ভরসা। তবে ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের চৈতাবাতর এলাকায় সেই দৃশ্য বদলে দিয়েছে ‘চৈতাবাতর যুবসমাজ’ নামের একটি সামাজিক সংগঠন। প্রবাসীদের পাঠানো অর্থ ও সংগঠনের সদস্যদের টাকায় এলইডি প্রযুক্তির লাইট বসিয়ে আলোকিত করা হচ্ছে রাস্তাঘাট।

সরেজমিনে দেখা যায়, তেলের বোতলের ভেতরে একটি এলইডি প্রযুক্তির লাইট ও পাইপ দিয়ে বিদ্যুতের তার যুক্ত করে তৈরি ল্যাম্প রাস্তার মোড়ে মোড়ে স্থাপন করা হয়েছে। আর এতে নিরাপদে চলাফেরা করছেন এলাকার মানুষ। কমেছে চুরি-ছিনতাইয়ের ঘটনা।

সংগঠনের সদস্য আসিফ বলেন, ‘সংগঠনের পক্ষ থেকে ১ মার্চ থেকে বৈধ সংযোগের মাধ্যমে এলাকায় লাইটের ব্যবস্থা করা হয়েছে। এলাকার বিভিন্ন পয়েন্টে ২০টি লাইট লাগানো হয়েছে। পরে আরও ৭-৮টি লাইট লাগানোর পরিকল্পনা রয়েছে। আমরা এই কাজটি শেষ করতে পারলে পুরো এলাকা আলোকিত হবে। সংগঠনে প্রায় ৫০ জন সদস্য রয়েছে। রাস্তা আলোকিত করতে পারলে আমাদের এলাকা থেকে মাদক ও ছিনতাই দূর হবে বলে আশা করছি। এলাকার মুরব্বিরা আলোয় চলাচল করতে পারবেন। সংগঠনের সদস্যদের বাড়ি থেকে এই লাইটের লাইন দেওয়া হচ্ছে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন