বরিশাল প্রতিনিধি
মেহেন্দিগঞ্জ উপজেলার চরএক্করিয়া ইউনিয়নের লালখারাবাদ সংলগ্ন মেঘনা নদীর নাব্যসংকট নিরসনে গতকাল শুক্রবার স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন। নদীতে নাব্যসংকট দেখা দেওয়ায় লালখারাবাদ লঞ্চ টার্মিনালে দীর্ঘদিন যাবৎ ঘাটে যাত্রীবাহী লঞ্চ ভিড়তে পারছে না। লঞ্চগুলো নদীর মাঝে নোঙর করার পর যাত্রীদের ট্রলারে গিয়ে উঠতে হয়। নদী খনন করে এ সংকট নিরসনের দাবিতে শুক্রবার স্থানীয় গ্রামবাসী মানববন্ধন করেন।
মানববন্ধনের আয়োজক চিত্রশিল্পী সাইফুল্লাহ নবীন জানান, দক্ষিণের বিভিন্ন রুটের ৪টি লঞ্চ ঢাকায় আসা-যাওয়ার পথে লালখারাবাদ লঞ্চঘাটে ভিড়ে যাত্রী তুলত। এবার শীত মৌসুমের শুরুতেই পন্টুন এলাকায় নাব্য সংকট দেখা দেওয়ায় যাত্রীদের ট্রলারে করে নদীর মাঝে দাঁড়িয়ে থাকা লঞ্চে উঠতে হয়। লালখারাবাদ পন্টুনের এক কিলোমিটার এলাকার খনন করলেই এ সংকটের সমাধান হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য খালেদ মোশাররফ, সমাজসেবক কামরুল হাসান রাফি প্রমুখ।