বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিনে ১০১ টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশের ৪৯ জন রপ্তানিকারককে ২ হাজার ৪২০ টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। প্রতি কেজি মাছের দাম ধরা হয়েছে ১ হাজার ১৮০ টাকা।
বন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ইন্সপেক্টর আসওয়াদুল আলম জানান, গত বৃহস্পতিবার প্রথম দিনে ৫৬ টন ও গতকাল শনিবার ৪৫ টন ইলিশ ভারতে গেছে। ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে ব্যবসায়ীদের।
উল্লেখ, ২০১১ সাল পর্যন্ত ইলিশ সাধারণ রপ্তানি পণ্যের তালিকায় উন্মুক্ত থাকলেও উৎপাদন সংকট দেখিয়ে ২০১২ সালে দেশের বাইরে মাছটির রপ্তানি বন্ধ করে দেয় সরকার। তবে ২০১৯ সাল থেকে বিশেষ বিবেচনায় কেবল দুর্গাপূজাতে আবার ইলিশ রপ্তানির সুযোগ দেয় সরকার। এরপর থেকে প্রতি বছর ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধে কেবল দুর্গাপূজায় শর্তসাপেক্ষে ইলিশ যাচ্ছে ভারতে।