Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান ৬১ বছর

পিরোজপুর ও নেছারাবাদ প্রতিনিধি

স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান ৬১ বছর

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় স্বামী আবদুল হাকিমের চেয়ে স্ত্রী সালমা ৬১ বছরের বড়। জাতীয় পরিচয়পত্রে ভুলের কারণে এ ঘটনা ঘটে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বর্তমানে আবদুল হাকিমের বয়স ৪২ বছর ও সালমার বয়স ১০৩ বছর ১ মাস।

ওই দম্পতির দেওয়া তথ্য ও জাতীয় পরিচয়পত্র থেকে জানা গেছে, আবদুল হাকিমের জন্ম ১৯৭৯ সালের ১৬ মার্চ। সে হিসেবে তাঁর বয়স ৪২ বছর ৯ মাস ৩ দিন। অন্যদিকে জাতীয় পরিচয়পত্রে স্ত্রী সালমার জন্ম ১৯১৮ সালের ৫ ডিসেম্বর। সে হিসেবে সালমার বয়স ১০৩ বছর ১ মাস। ফলে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী স্ত্রী সালমা স্বামী আবদুল হাকিমের থেকে ৬১ বছরের বড়।

এ ব্যাপারে গৃহবধূ সালমা বেগম জানান, ‘আমার মা-বাবার দেওয়া তথ্য মতে আমার জন্ম ১৯৮৮ সালের ৯ ডিসেম্বর। আমার বর্তমান বয়স ৩২ বছর ১ মাস। কিন্তু জাতীয় পরিচয়পত্রে এমন বেশি বয়স দেখে তা সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিসে গিয়েছিলাম। কিন্তু নির্বাচন অফিসের লোকজন বলেছে এটা ঠিক করতে চার হাজার টাকা এবং কিছুদিন সময় লাগবে। আমরা গরিব মানুষ। আমার স্বামী দিনমজুরি করে কোনোমতে সংসার চালায়, তাই এত টাকা দিয়ে এটা সংশোধন করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই।

নেছারাবাদ উপজেলা নির্বাচন অফিসার মো. ইউসুফ হারুন বলেন, ওই নারীকে পৌর মেয়রের একটি প্রত্যয়নপত্র নিয়ে আবেদন করতে বলা হয়েছিল। আবেদন করলে বয়স ঠিক করে দেওয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেন বলেন, কাগজপত্রের ত্রুটির কারণে এমন ঘটনা ঘটতে পারে। বিষয়টি যাতে সমাধান হয়, সে ব্যবস্থা করা হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ