হোম > ছাপা সংস্করণ

চেয়ারম্যান ও এসি ল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে নামে-বেনামে প্রকল্প দেখিয়ে ও গোপন কার্যবিবরণীর মাধ্যমে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের সাড়ে ১৪ লাখ টাকা লোপাটের অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে উপজেলার খাষকাউলিয়া পশ্চিম জোতপাড়া গ্রামের বেলাল হোসেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান কাছে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এডিসি শাখা) পরাগ সাহাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। কমিটিকে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ ও অনুসন্ধানে জানা গেছে, চৌহালীতে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের সাড়ে ১৪ লাখ টাকা ব্যয়ে আটটি প্রকল্পের কাজ দেখানো হয়েছে। যদিও উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসি, পর্দা, কম্পিউটারসহ বিভিন্ন সামগ্রী সরবরাহ, ভবন মেরামত এবং পরিচ্ছন্নতার উপকরণ কেনার মতো প্রকল্পের বাস্তবে কোনো অস্তিত্ব নেই।

প্রকল্পগুলোর বাস্তবায়ন কমিটিতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের নাম দেওয়া হয়। একটি প্রকল্পের সভাপতি হন স্থল ইউপি সদস্য সেলিম মিয়া। অনুসন্ধানে এই নামে কোনো ইউপি সদস্য পাওয়া যায়নি। স্থল ইউপির আরেক সদস্য ছালমা জাহান ও খাষপুখুরিয়া ইউপি সদস্য নাছিমা খাতুন জানান, প্রকল্পের কথা বলে উপজেলা পরিষদ থেকে চেকে সই নেওয়া হয়েছে। এরপর তাঁদের সংশ্লিষ্ট প্রকল্প সম্পর্কে আর কিছু জানানো হয়নি।

এ নিয়ে কথা হলে স্থল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, স্থল ইউনিয়নে সেলিম মিয়া নামের কোনো ইউপি সদস্য নেই। 
ইউপি চেয়ারম্যান বলেন, নিয়ম অনুযায়ী প্রকল্পের কাজ শেষ করে টাকা উত্তোলন করতে হবে। কিন্তু কাজ না করেই টাকা উত্তোলন করা হয়েছে।

এ বিষয়ে তৎকালীন ভারপ্রাপ্ত ইউএনও ও বর্তমান এসি ল্যান্ড সাইফুল বলেন, ‘আমি অসুস্থ থাকায় ঠিক সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। দ্রুত সব প্রকল্পের কাজ শেষ করা হবে।’

অন্যদিকে অভিযোগগুলো মিথ্যা দাবি করে উপজেলা চেয়ারম্যান ফারুক জানান, সময়ের স্বল্পতার কারণে জুনের আগে কাজ সমাপ্ত করা যায়নি। এগুলো চলমান রয়েছে। দ্রুতই শতভাগ কাজ বাস্তবায়ন করা হবে।

ইউএনও মাহবুব হাসান বলেন, তদন্ত করে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন