Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ভোলা প্রতিনিধি

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ভোলার মনপুরায় ১ নম্বর মনপুরা ইউনিয়নে ইউপি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হওয়া খবর পাওয়া গেছে।

এই ঘটনায় সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার সমর্থিত জিহাদ বাদী হয়ে বর্তমান চেয়ারম্যান আলমগীরের ভাইসহ ২৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে। এ মামলায় পুলিশ ৩ জনকে আটক করেছে।

গত রোববার সন্ধ্যা ৭টায় চেয়ারম্যান আলমগীর সমর্থিত লোকজন উপজেলার মনপুরা ইউনিয়নের তুলাতলী বাজার থেকে মোটরসাইকেল মহড়া দিয়ে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় সাবেক চেয়ারম্যানের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা করলে সংঘর্ষের ঘটনা ঘটে। রাতেই খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। এর জেরে গতকাল সোমবার আলাউদ্দিন হাওলাদার সমর্থিত লোকজন বর্তমান চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীরের মাছের গদি ঘরে হামলা করে। ওই মাছের গদি ঘরে কাজ করা ৪ জনকে মারধর করে। এ ছাড়া বর্তমান চেয়ারম্যানের সমর্থিত ৫ জনকে পথে পথে মারধর করে।

সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনের ভাই মনির হাওলাদার বলেন, ‘বর্তমান চেয়ারম্যানের লোকজন বাড়িঘর ভাঙচুর করেছে। তাঁরা মহিলাদেরও মারধর করেন।’

তবে বর্তমান চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মোটরসাইকেল মহড়া দিয়ে আসার পথে সাবেক চেয়ারম্যানের বাড়ির ভেতরে অবস্থান করা ক্যাডারেরা হামলা চালান। এতে আমার লোকজনকে মারধর করা হয়।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ