হোম > ছাপা সংস্করণ

গৌরীপুরে মেছোবাঘের দুটি শাবক উদ্ধার

গৌরীপুর প্রতিনিধি

গৌরীপুর থেকে মেছোবাঘের দুটি শাবক উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা বন বিভাগ লামাপাড়া গ্রামের মো. মোশারফ হোসেনের নেপিয়ার ঘাসের বাগান থেকে শাবক দুটি উদ্ধার করা হয়।

এলাকার বাসিন্দারা জানান, এ গ্রামে বড় কোনো জঙ্গল নেই। এর আগে তাঁরা গ্রামে কোনো মেছোবাঘ দেখেননি। শাবক দুটি কোথা থেকে এসেছে, তা তাঁরা বুঝতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে লামাপাড়া গ্রামের মোশারফ হোসেন গরুর জন্য খেত থেকে ঘাস কাটতে গিয়ে প্রথমে একটি মেছোবাঘের শাবক দেখতে পান। এ সময় তিনি সজীব মিয়া, নিরব মিয়া ও বিজয়ের সহযোগিতায় শাবকটি ধরে ফেলেন। এর কিছুক্ষণ পর এলাকাবাসী আরেকটি শাবককে ধরেন।

মেছোবাঘের শাবক ধরার বিষয়টি গৌরীপুর বন কর্মকর্তা লুৎফুর রহমানকে জানালে তিনি উদ্ধারের উদ্যোগ না নিয়ে শেরপুর বন বিভাগকে জানাতে বলেন। পরে সাংবাদিকেরা গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানালে তিনি শাবক দুটি উদ্ধারের জন্য বন বিভাগকে নির্দেশ দেন।

গৌরীপুর বন বিভাগের বন রক্ষক মিলন কস্তা পরে লামাপাড়া গ্রাম থেকে মেছোবাঘের শাবক দুটি উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে আসেন।

গৌরীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ বন বিভাগের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। উদ্ধারকৃত শাবক দুটি শেরপুর বন বিভাগের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে অবমুক্ত করা হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন