মৌলভীবাজারে আপার কাগাবালা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে নৌকা প্রতীকের প্রার্থীসহ তিন প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন। তিনটি কেন্দ্রে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানান তাঁরা।
গতকাল সোমবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবে নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান, চশমা প্রতীকের প্রার্থী ফারুক আহমদ ও আনারস প্রতীকের প্রার্থী আব্দুল মতিন এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিন প্রার্থী জানান,৪ নম্বর আপার কাগাবলা ইউপির ১ নম্বর আপার কাগাবলা,২ নম্বর বোরোতলা ও ৯ নম্বর লামা কাগাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই তিন কেন্দ্রে ফলাফল দেরিতে ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার আগে এজেন্টদের দস্তখতও নেওয়া হয়। এ সময় প্রতিবাদকারী চেয়ারম্যান প্রার্থীদের শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ করেন তাঁরা।