বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, ‘চাল তেলসহ নিত্যপণ্যের দাম বাড়ানোয় দেশের মানুষ খুবই কষ্টে আছেন। দেশের মানুষের মুখে এখন হাসি নাই, মনে সুখ নাই। এ সরকারের আমলে দেশের মানুষের কোনো নিরাপত্তা নাই। আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনে বিএনপিকে ক্ষমতায় আনতে পারলেই, উন্নত দেশ গড়া সম্ভব হবে।’
গতকাল শুক্রবার দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া ওবায়েদ চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান।