কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে শীতের তীব্রতায় কাহিল জনজীবন। গত দু’দিন ধরে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডার সঙ্গে শুরু হয়েছে মাঝারি শৈত্য প্রবাহ।
দুপুর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে পথ-ঘাট। দিনের বেলাতেও সড়কে হেড লাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া বিপর্যস্ত হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। তাঁরা খড় কুটে জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। গরম কাপড় কেনার জন্য ফুটপাতের পুরোনো কাপড়ের বাজারে ভিড় করছেন।
এদিকে, তীব্র শীতের কারণে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। জ্বর সর্দি কাশিসহ আমাশয় রোগে আক্রান্ত হয়ে অনেকে চিকিৎসা নিতে ভিড় করছেন বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে।
কিশোরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সুজাত শরীফ জেমস জানান, শীতজনিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। তিনি সবাইকে সতর্কতার সঙ্গে চলাচলের জন্য আহ্বান জানান।