বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এম এফ মাজেদুল হক সোহাগের নৌকা প্রতীক এখন জাহাঙ্গীর আলম বাদশার হাতে। তিনি যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
ওই ইউনিয়ন পরিষদে ২০১৬ সালে এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এম এফ মাজেদুল হক সোহাগকে নৌকার মনোনয়ন দেওয়া হয়। তবে দুইবারই নির্বাচনের আগে নৌকা প্রতীক হারাতে হয় তাঁকে।
গতকাল ফের যোগীপাড়া ইউনিয়নে জাহাঙ্গীর আলম বাদশার হাতে তুলে দেওয়া হয় নৌকার মনোনয়নপত্র। পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি উপজেলার ১৬টি ইউনিয়নে এক যোগে ভোট হবে।
দলীয় সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর রাজশাহী ও রংপুর আওয়ামী লীগের বিভাগীয় সভায় উপজেলার ১৬ ইউপি থেকে প্রাথমিকভাবে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
এর মধ্যে যোগীপাড়া ইউনিয়নে দলীয় প্রার্থী হিসেবে এম এফ মাজেদুল হক সোহাগের নাম প্রকাশ করা হয়। পরে সোহাগের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে গত নির্বাচনে ভোট করার অভিযোগে তাঁর প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে ওই ইউনিয়নে প্রার্থীর তালিকা পরিবর্তনের আভাস পাওয়া যায়।