বিনোদন ডেস্ক
আরটিভির ঈদ আয়োজনের শেষ দিনে আজ রাত ৮টায় দেখা যাবে নাটক ‘ভোরের আগে’। রচনা লিপি মনোয়ার, পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে নুসরাত ইমরোজ তিশা, আজম খান, মিলি বাশার প্রমুখ। গল্পে তিশা একজন চিকিৎসক। কোচিং থেকে ফেরার পথে তার বোনকে তুলে নিয়ে ধর্ষণ করে দুর্বৃত্তরা। বোনটি মারা যায়। অনেক দিন পর হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি হয় সেই ধর্ষক। তাকে দেখে মৃত বোনের চেহারা ভেসে ওঠে তিশার স্মৃতিতে।