দেবিদ্বার প্রতিনিধি
দেবিদ্বারের বরকামতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোকবল হোসেন এবং পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. হারুন অর রশিদের ওপর হামলার ঘটনায় পরস্পরকে দায়ী করা হচ্ছে। এই ঘটনার বিচার দাবিতে গতকাল শুক্রবার পাল্টাপাল্টি মানববন্ধন হয়েছে।
মো. মোকবল হোসেনের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। গতকাল বেলা ১১টায় উপজেলার বরকামতা ইউনিয়নের কাঠেরপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।
বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বশির আহাম্মেদ এতে সভাপতিত্ব করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন আর রশিদ ও সদস্য প্রার্থী হাসেমের পক্ষে কাজ না করায় মোকবল হোসেনের ওপর হামলা হয়েছে। গত মঙ্গলবার রাত আটটায় মোকবলের ওপর হামলা এবং তাঁর বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
বর্তমানে মোকবল হোসেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপর দিকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. হারুন অর রশিদের ওপর হামলার প্রতিবাদে দেবিদ্বার উপজেলা যুবলীগ পাল্টা বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
গতকাল বিকেলে দেবিদ্বার উপজেলা সদরের নিউমার্কেট চত্বরে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন যুবলীগ নেতা-কর্মীরা।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী, স্বেচ্ছাসেবক লীগ নেতা জি এস মান্নান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন প্রমুখ।
গত মঙ্গলবার রাত একটার দিকে কংশনগর এলাকায় হারুনুর রশিদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তাঁর হাতের দুটি আঙুল কেটে ফেলা হয়।
নির্বাচনের সূত্র ধরে তাঁর ওপর হামলা হয়েছে বলে স্বজনেরা দাবি করছেন।