২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘জানে তু ইয়া জানে না’র অদিতি চরিত্রটি রূপায়ণ করেছিলেন মিষ্টি মেয়ে জেনেলিয়া ডি সুজা। কাহিনিতে বিড়ালপ্রীতির জন্য নায়ক অদিতিকে ‘ম্যাঁও’ বলে ডাকতেন। এই চলচ্চিত্রের মাধ্যমেই জেনেলিয়ার জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। দীর্ঘদিন সিনেমার পর্দা থেকে দূরে থাকলেও বিভিন্ন রিয়েলিটি শো আর উপস্থাপনায় তাঁকে হরহামেশাই দেখা যায়। সদা হাস্যোজ্জ্বল এই তারকার লাবণ্য়ের পেছনে কী আছে, জানেন কি?