নীলফামারীর ডোমারে আগামী ১১ ডিসেম্বর হতে ১৪ ডিসেম্বর ৫৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠান মহাখালীর সহযোগিতায় ডা. রায়হান বারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।
বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. আবুল আলা, শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ বেলাল উদ্দিন প্রমুখ।
ডা. রায়হান বারী জানান, আগামী ১১ ডিসেম্বর হতে ১৪ ডিসেম্বর উপজেলার ২৪০টি ইপিআই সেন্টারে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।