Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে নিহত

কিশোরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে বানেছা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বানেছা ওই গ্রামের মৃত নূর মিয়ার স্ত্রী। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যার পর শিমুলিয়া গ্রামের শুকুর মামুদের ছেলে সাদেক (১৮) বাড়ির পাশে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করছিলেন। এ সময় প্রতিবেশী রতনের ছেলে শামীম (৮) টর্চলাইট চালু করলে আলো সাদেকের ওপর পড়ে। ক্ষিপ্ত হয়ে সাদেক লাঠি দিয়ে আঘাত করলে শামীম পানিতে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শামীমের স্বজনরা সাদেকের বাড়িতে অভিযোগ দিতে যান। সেখানে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বৃদ্ধা বানেছা বেগম সংঘর্ষ থামাতে যান। তার মাথায় লাঠির আঘাত পড়ে। সংঘর্ষের ঘটনায় বৃদ্ধাসহ পাঁচজন আহত হন। তাদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বানেছার মৃত্যু হয়। আহত অন্যরা হলেন একই গ্রামের রতন, আবু হানিফ, বকুল ও নাজমা।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

স্থানীয় রশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস মিয়া আজকের পত্রিকাকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়টি ন্যক্কারজনক। সংঘর্ষ থামাতে গিয়ে প্রতিবেশী বৃদ্ধা নিহতের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ