শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে নগরীতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি জানায় দলটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৯টায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় থিয়েটার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া আগামীকাল ১৫ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সিটি মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সকাল ৯টায় চশমাহিল এলাকার জামে মসজিদে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল, সকাল ১০টা চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ মাহাবুবউল আলম হানিফ।
এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ১০টায় থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সময় দলের সব স্তরের নেতা-কর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।