Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

‘মহাপ্রসাদ’ খেয়ে অচেতন সব নিয়ে গেলেন সাধু বাবা

মানিকগঞ্জ প্রতিনিধি

‘মহাপ্রসাদ’ খেয়ে অচেতন সব নিয়ে গেলেন সাধু বাবা

পোশাক আর চেহারা দেখেই নয়, তাঁর নানা ভেল্কিবাজিতে যেকোনো সাধারণ মানুষের মধ্যে সাধু বাবার ‘অলৌকিক ক্ষমতা’ সম্পর্কে বিশ্বাস তৈরি হতে পারে। কারণ, চোখের পলকে মাটি তুলে হাতের জাদুতে মাটিকে মিষ্টি তৈরি করে খাওয়ানো অথবা কাগজে ফুঁ দিয়ে আগুন ধরানো, কি না পারেন তিনি! প্রতারক-ভণ্ড বাচ্চু প্রধান (৭০) নামে কথিত সাধু সম্প্রতি মানিকগঞ্জে এক পরিবারের ছয় সদস্যকে প্রসাদের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে রাতের আঁধারে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটে নিয়ে লাপাত্তা হয়ে যান। তবে শেষ রক্ষা হয়নি কথিত সাধু বাবার। পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ সেপ্টেম্বর সত্তরোর্ধ্ব ভণ্ড-প্রতারক বাচ্চু প্রধান নামের কথিত সাধু বাবা মানিকগঞ্জ সদর উপজেলার আন্ধারমানিক এলাকায় পঙ্কজ কুমার মণ্ডলের বাসায় রাতের বেলায় ভেল্কিবাজি দেখিয়ে পূজার প্রসাদের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে অচেতন করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটে নিয়ে চলে যান। পরের দিন সকালে অনেক বেলা হয়ে গেলেও বাসার মানুষের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা স্থানীয় কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদকে খবর দেন। ওই কাউন্সিলর প্রতিবেশীদের সঙ্গে নিয়ে অচেতন অবস্থায় পড়ে থাকা সবাইকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ির মালিক পঙ্কজ কুমার মণ্ডল সদর থানায় সাধু বাবার বিরুদ্ধে মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা বলেন, ‘তথ্যপ্রযুক্তির ব্যবহার করে সাধু বাবার অবস্থান নিশ্চিত হয়ে এসআই টুটুল উদ্দিন ও এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে একটি দল চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানায় অভিযান চালিয়ে ভণ্ড সাধু বাচ্চু প্রধানকে আটক করে। আটকের সময় তাঁর কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়েছে।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘গ্রেপ্তারকৃত প্রতারক একই কায়দায় ইতিপূর্বে দেশের বিভিন্ন স্থানে মানুষকে অচেতন করে সর্বস্ব লুটে নিয়েছে। গতকাল রোববার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’ প্রতারক বাচ্চু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানান তিনি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ