নিজের জন্মদিন উদযাপনে ঘুরতে বেরিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মমি বড়ুয়া তিন্নি (২৪) নামের এক তরুণী নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ৯টা নাগাদ ইপিজেড থানাধীন কেইপিজেড এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
তিন্নি নগরীর বায়েজিদ বোস্তামির অক্সিজেন মোড়ের বাদশা কলোনির মৃত চিত্ত রঞ্জন বড়ুয়ার মেয়ে। তিনি হালিশহর ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের অভ্যর্থনাকারী হিসেবে কর্মরত ছিলেন।
তিন্নির ভাই বাবলু বড়ুয়া বলেন, ‘শুক্রবার তিন্নির জন্মদিন ছিল। সে জন্য বন্ধু-বান্ধবদের সঙ্গে তিনি সৈকত এলাকায় ঘুরতে যায়। রাতে পুলিশের ফোনের মাধ্যমে তিন্নির দুর্ঘটনার বিষয়টি জানতে পারি।’
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম গতকাল শনিবার বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় মেয়েটির মৃত্যু হয়েছে। তবে এখনো গাড়িটি শনাক্ত করা যায়নি।
ওসি আরও বলেন, যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে তাঁর আশেপাশের কয়েক জনকে জিজ্ঞেস করলে তাঁরা কেউ কিছু বলতে পারেনি। চিকিৎসকের সনদসহ সবকিছু যাচাই করে এটা দুর্ঘটনায় মৃত্যু বলে নিশ্চিত হওয়া গেছে। পরিবারেরপক্ষ থেকে এই ঘটনায় কোনো মামলা দায়ের করবে না বলেও জানান তিনি।
পুলিশের একটি সূত্র জানায়, পতেঙ্গা সৈকত থেকে ফেরার পথে কেইপিজেডের মুখে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান তিন্নি। প্রথমে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। মেয়েটির সঙ্গে এ সময় কেউ ছিলেন না। পরে বিভিন্ন জায়গায় যোগাযোগের পর তাঁর পরিচয় জানা যায়।