Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মৌলভীবাজারে ‘শোক থেকে শক্তি’ পদযাত্রা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে ‘শোক থেকে শক্তি’ পদযাত্রা

নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে মৌলভীবাজারে স্বাধীনতা দিবসে সাড়ে তিন কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘শোক থেকে শক্তি’ অদম্য পদযাত্রা নামের এই কর্মসূচির আয়োজক মুক্তিযুদ্ধ জাদুঘর ও অভিযাত্রী দল। গার্ল গাইডস অ্যাসোসিয়েশন মৌলভীবাজার এ কর্মসূচি বাস্তবায়ন করে।

‘৫২ থেকে ৭১ স্বাধীনতার পথরেখায় পদযাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল সকাল ৬টায় মৌলভীবাজার শহরের বেরীরপাড়ে মুক্তিযুদ্ধে শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর গণকবরের সামনে জাতীয় সংগীত পরিবেশন করে পদযাত্রা শুরু হয়। বিভিন্ন জাগরণের গান গেয়ে পদযাত্রীরা দেড় কিলোমিটার হেঁটে চাঁদনীঘাট বধ্যভূমিতে শ্রদ্ধা জানান। সেখানে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধারা। উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার জামাল উদ্দীন প্রমুখ।

এরপর পুনরায় পদযাত্রা গানে জাগরণে শুরু হয়ে দুই কিলোমিটার হেঁটে প্রাইমারি টিচার্স ইনস্টিটিউটের (পিটিআই) মুক্তিযোদ্ধা নির্যাতন কক্ষে আসে পদযাত্রী দল। সেখানে একজন মুক্তিযোদ্ধা, একজন বীরাঙ্গনা ও একজন শহীদ পরিবারের সন্তানকে ফুল ও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। শেষে মুক্তিযোদ্ধা নির্যাতন কক্ষের সামনে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণের শপথ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার গোলাম মুহিবুর রহমান, বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা সন্ধ্যা রানী দেব, শহীদ পরিবারের সন্তান আতাউর রহমান মধু প্রমুখ।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ