গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে বিজয় দিবস উপলক্ষে নানা ধরনের গ্রামীণ খেলার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকেলে এ আয়োজন করে টেংরা প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘ।
এ সময় কাবাডি, দাঁড়িয়াবান্ধাসহ বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। খেলা দেখতে ভিড় জমান স্থানীয় কয়েক শ মানুষ। এ সময় টেংরা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিহাটি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আইনুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ, গাজীপুর জেলা যুবলীগের সদস্য সাখাওত হোসেন খোকা, তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন প্রমুখ।