হোম > ছাপা সংস্করণ

আর্জেন্টিনার হার ব্রাজিলের সতর্কবার্তা

সফিকুল ইসলাম মানিক

সার্বিয়ার সঙ্গে ব্রাজিল গ্রুপ পর্বে অনেক খেলেছে। অনেক সময় ভালো করেছে, কখনো ড্র করেছে। আমি মনে করি, ব্রাজিলের হারের শঙ্কা নেই। তবে জিততে অবশ্যই তাদের সেরা খেলাটাই খেলতে হবে। আর্জেন্টিনার মতো খেলে জেতা সম্ভব হবে না।

সার্বিয়ার বিপক্ষে জিততে হলে ব্রাজিলের ভালো খেলতে হবে এবং তাদের যে ধারাবাহিক পারফরম্যান্স, সেটা ধরে রাখতে হবে। যে কাজটা আর্জেন্টিনা করতে পারেনি। তারা ধারাবাহিক ভালো খেলেই বিশ্বকাপে এসেছিল, কিন্তু আসল মঞ্চে পারেনি।

আগেই বলেছি, ব্রাজিলের হারের শঙ্কা নেই, তবে সতর্ক থাকতে হবে। আর্জেন্টিনার হার এক অর্থে ব্রাজিলের জন্য সতর্কবার্তা। সার্বিয়া আর সৌদি আরব অবশ্য দুটো ভিন্ন দল। আর্জেন্টিনা সৌদি আরবকে হয়তো কিছুটা ছোট করে দেখেছে। তাদের উচ্চতাও একটা ব্যাপার ছিল। যে কারণে আর্জেন্টিনাকে এতটা খেসারত দিতে হয়েছে। এদিক থেকে ব্রাজিল এমনি সতর্ক, আর্জেন্টিনার হার তাদের আরও সতর্ক করে দিয়েছে। যেহেতু সার্বিয়া ইউরোপের দল, মোটামুটি বড় দল, তাদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তিতের কৌশল আমি মনে করি অবশ্যই ব্রাজিলকে সামনে এগিয়ে নিচ্ছে। নিজেদের খেলাটা খেলতে পারলে ব্রাজিলের জেতার সম্ভাবনাই বেশি।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা হারের পর তো তারা খুশি। সার্বিয়ার বিপক্ষে জয়ী হতে পারলে খুশিটা দ্বিগুণ হবে। ব্রাজিল আগে অল অ্যাটাকিং ফুটবল নিয়ে ব্যস্ত থাকত। এখন সেটা নেই। তারা এখন রক্ষণের দিকেও বেশ মনোযোগী, মিডফিল্ডের দিকেও। রক্ষণ সামলে অ্যাটাকে যাওয়া তারা এখন ভালোভাবে রপ্ত করে এগোচ্ছে। এটা যদি ঠিকঠাক করতে পারে, তাহলে তাদের জন্য ভালো।

আগের অনেক বিশ্বকাপগুলোয় দেখেছি তারা ডিফেন্স নিয়ে মোটেই ভাবত না। গোলকিপারও নড়বড়ে ছিল। অলআউট ফুটবলই খেলে যেত। সেটা এখন আর নেই। রক্ষণ সামলে এখন তারা সুন্দর ফুটবল খেলে। গোলরক্ষকের ক্ষেত্রে বিশ্বের সেরারা তাদের দলে আছে এখন। রক্ষণ নিয়ে তাই বাড়তি চিন্তার কিছু নেই।

ব্রাজিল মাঝে মাঝে ৪-৩-৩ ফরমেশনে খেলে। ৪-২-৩-১ ছকেও খেলে। এই দুটি ফরমেশনে তারা ভালো খেলে। তবে আমার মনে হয় ৪-৩-৩ ফরমেশনই ব্রাজিলের জন্য বেশি মানানসই। আমার ভবিষ্যদ্বাণী, ব্রাজিল ৩-১ গোলে জিতে শেষ করবে সার্বিয়ার বিপক্ষে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন