মনোহরদীতে সনদ না থাকলেও দাঁতের চিকিৎসা দেওয়া দুই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে মনোহরদী বাজার ও বাইপাস রোড এলাকা থেকে এই জরিমানা আদায় করা হয়। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম এ এস এম কাসেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বাইপাস রোডের বাচ্চু ডেন্টালের মালিক নজরুল ইসলাম বাচ্চুকে বিডিএস সনদ না থাকা সত্বেও বেআইনিভাবে দন্ত্য চিকিৎসা দেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মনোহরদী বাজারের স্বদেশ ডেন্টালের মালিক আখতারুজ্জামানকে একই অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত ব্যবসা বন্ধ রাখতেও নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।