গাইবান্ধার সাদুল্লাপুরে নৌকার প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ৬ কর্মী-সমর্থক আহত হয়েছেন। এ সময় চারটি মোটরসাইকেলসহ বাজারের কয়েকটি দোকান ভাঙচুর করে লুটপাট চালায় হামলাকারীরা।
গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাদুল্লাপুর উপজেলার ৫ নম্বর ফরিদপুর ইউনিয়নের ঘেগার বাজার এলাকায় এই হামলার ঘটনাটি ঘটে।
এদিকে, হামলাটি পরিকল্পিত বলে অভিযোগ করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. নুর আজম মণ্ডল নিরব। তিনি এ হামলার জন্য লাঙল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকদের দায়ী করেন। তবে, অভিযোগ অস্বীকার করেন জাপা প্রার্থী ময়নুল প্রধান।
হামলার বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধার সাদুল্লাপুরের ফরিদপুর ইউনিয়নে আগামী ৩১ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।