নাটোরের সিংড়ার ডাহিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থী মামুন সিরাজুলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এম এম আবুল কালামের কর্মীদের মারধর, প্রাণনাশের হুমকি ও নির্বাচনী পোস্টার নষ্টের অভিযোগ করা হয়েছে। এ ছাড়া নৌকার প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে ওই ইউনিয়নে ১৪টি নির্বাচনী অফিস স্থাপন করেছেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেও কোনো ফল মেলেনি।
গতকাল সোমবার দুপুরে ডাহিয়া বাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকের এম এম আবুল কালামের কর্মী ও সমর্থকেরা। সেখানে এ সব অভিযোগ করেন বক্তারা।
বিদ্রোহী প্রার্থী এম এম আবুল কালাম বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য খয়ের উদ্দিন, সাবেক ইউপি সদস্য কামাল হোসেন, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘নৌকায় ভোট না দিলে বাড়িতে থাকতে দেওয়া হবে না বলে হুমকি দিচ্ছেন সিংড়ার দলিল লেখক সমিতির সম্পাদক সাজ্জাদ হোসেনসহ বহিরাগত সন্ত্রাসীরা।’
সিংড়া দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’
নৌকার প্রার্থী মামুন সিরাজুল মজিদের মুঠোফোন যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
রিটার্নিং কর্মকর্তা আমিনুর রহমান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়গুলো তদন্ত করে দেখার জন্য থানায় প্রেরণ করা হয়েছে।