পবা প্রতিনিধি
জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানরা।
গতকাল রোববার সকালে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী চেয়ারম্যানরা রাজশাহী নগরীর কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন। পুষ্পস্তবর্ক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পর দোয়া মোনাজাত করা হয়। এ সময় তাঁদের সঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন ছিলেন।
এ ছাড়া চেয়ারম্যানদের সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর অওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলার সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু, মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ, নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ, উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক, পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা প্রমুখ।