বাগেরহাটের মোংলায় স্বেচ্ছাসেবী সংগঠন সার্ভিস বাংলাদেশর প্রয়াত সদস্যদের স্মরণ ও রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। গত শুক্রবার মোংলা শহরের কলেজ রোডের টিএসআই শিক্ষা একাডেমিতে এ দোয়া মাহফিল হয়।
এ সময় সার্ভিস বাংলাদেশর ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরহাদ হোসেন, সার্ভিস বাংলাদেশর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান মিলন উপস্থিত ছিলেন। এ ছাড়া সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব এমদাদুল হক, আবু বক্কর ছিদ্দিক, খন্দকার তুরানুজ্জামান, মহাসচিব ডা. মহিদুল ইসলাম মেজবা, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আব্দুল জব্বার, মোক্তার মল্লিক, উপদেষ্টা খন্দকার তুরানুজ্জামান, সহসভাপতি মো. আল আমিন, হাদিউজ্জামান জাহিদসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সার্ভিস বাংলাদেশের প্রয়াত সদস্য জাহিদ রানা এবং বর্তমান সদস্যদের মৃত আত্মীয়স্বজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন বিএলএস জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ রেজাউল করিম।