হোম > ছাপা সংস্করণ

শেখ কামাল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

 কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় শেখ কামাল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জাহিদ আহসান রাসেল বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী। তিনি দেশব্যাপী ক্রীড়ার উন্নয়ন চান। ক্রীড়ার উন্নয়নে তিনি স্বপ্ন দেখে চলেছেন। আধুনিক ক্রীড়াঙ্গনের রূপকার শহীদ ক্যাপ্টেন শেখ কামাল। কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা শেখ কামাল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ফুটবলের উন্নয়নে আমরা পরিকল্পনা করেছি, শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ নয়, জেলা পর্যায়ে ফুটবল খেলার আয়োজন করা হবে। 
জাহিদ আহসান রাসেল আরও বলেন, আমরা অবকাঠামো তৈরি করে দেব। আশা রাখি, জেলা ক্রীড়া সংস্থা ধারাবাহিক প্রতিটি খেলার আয়োজনের মধ্য দিয়ে নতুন নতুন খেলোয়াড় তৈরি করবে।

প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-৩ আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনে উন্নয়নের যে হাওয়া লেগেছে তাতে করে কুষ্টিয়ার ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে। কুষ্টিয়াতে এক সময় অনেক খ্যাতিমান খেলোয়াড় জন্ম নিয়েছিলেন। আমাদের আবারও নতুন খেলোয়াড়ের সন্ধানে নামতে হবে। 

অনুষ্ঠানে কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ কা ম সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশ এগ্রো কুষ্টিয়া আন্তউপজেলা ফুটবল প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ