ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
মাদক সেবনে বাধা দেওয়ায় চাঁদপুরের ফরিদগঞ্জে আবুল কালাম শুক্কুর নামের এক ব্যক্তিকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৭ নম্বর পাইকপাড়া উত্তর ইউনিয়নের তপদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শুক্কুরের স্ত্রী শান্তা বেগম বাদী হয়ে গত শুক্রবার ফরিদগঞ্জ থানায় চারজনকে আসামি করে একটি অভিযোগ করেন। পরে তদন্তের সত্যতা পেয়ে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা টিটু (২৫), হুমায়ুন (৩৮), মোহসীন (৩৪) ও মিরাজ (২১) সহ কয়েকজন মিলে বেশ কয়েক দিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছেন। তাদের বাধা দিতে গিয়ে প্রতিনিয়ত হামলার শিকার হতে হয় সবাইকে। সবশেষ হামলার শিকার হন আবুল কালাম শুক্কুর মিয়া।
ভুক্তভোগী আবুল কালাম শুক্কুর বলেন, ‘টিটুসহ কয়েকজন মিলে মাদক সেবন করার সময় আমি বাধা দিই। এর পরের দিন বিকেলে আমাকে বাড়ির পাশে একা পেয়ে আমার ওপর হামলা চালিয়ে হাত ভেঙে দেন। এ সময় আমার স্ত্রী শান্তা বেগমকেও পিটিয়েছেন তাঁরা।’
এদিকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ ভূঁইয়া জানান, অনেক আগ থেকেই অভিযুক্তরা ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করছেন। প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে তাঁদের আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ হোসেন জানান, বিষয়টি নিয়ে মামলা হয়েছে। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে।