বাইরে চা-কফি খাওয়া হলে এখন কিন্তু আমরা ওয়ানটাইম কাপেই খাই। করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই চায়ের দোকানগুলোতে ওয়ানটাইম কাপের ব্যবহার বেড়েছে। এই ওয়ানটাইম কাপ কিন্তু লাগাতে পারো ক্র্যাফট বানানোর কাজে। এসব ওয়ানটাইম কাপ দিয়ে একটা নীল তিমি বানানোর চেষ্টা করি চলো।
- ওয়ানটাইম কাপ ১টি
- মোটা শক্ত কাগজ
- নীল, সাদা ও কালো অ্যাক্রিলিক রং
- তুলি
- আইকা
- পেনসিল
- কাঁচি
চলো বানাই
- প্রথমে ওয়ানটাইম কাপটা কাঁচি দিয়ে অর্ধেক কেটে নিচের অংশ নাও।
- মোটা শক্ত কাগজের ওপর পেনসিলের দাগ কেটে তিমির লেজ আঁকো। এঁকে নেওয়া লেজটি কাঁচি দিয়ে কেটে নাও। কাগজ কেটে বানাও চোখ ও দুটো ফিন।
- এবার লেজটা টেবিলের ওপর রেখে তার ওপর কেটে রাখা কাপটা উল্টো করে আইকা দিয়ে বসাও। এরপর কাপের দুই পাশে ফিন দুটো লাগিয়ে দাও। চোখ দুটোও বসিয়ে নাও চোখের জায়গায়। এবার আইকা শুকানোর জন্য সময় দাও।
- হালকা, গাঢ় নীল ও সাদা রং দিয়ে পুরো নীল তিমি রং করে নাও। রং শুকালে চোখের ওপর কালো রং দিয়ে মণি বসাও। ব্যস হয়ে গেল নীল তিমি।