নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৪ জুলাই, শুক্রবার। ২০১৯ সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চার দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে জাপা।
আজ সকালে রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার কর্মসূচি রয়েছে। বেলা ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি বর্তমান ভারতের কোচবিহারে জন্মগ্রহণ করেন এরশাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ১৯৭৮ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান। ১৯৮২ সালের ২৪ মার্চ প্রধান সামরিক আইন প্রশাসকের পদ গ্রহণ করে দেশে সামরিক শাসন জারি করেন এবং দেশের সংবিধান স্থগিত করেন। ১৯৮৬ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠা করেন ‘জাতীয় পার্টি’।