হোম > ছাপা সংস্করণ

ফায়ার সার্ভিসের তদন্তের অগ্রগতি নিয়ে অস্পষ্টতা

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনার দেড় মাসেও তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। তদন্ত ঠিক কোন পর্যায়ে আছে, তারও কোনো তথ্য নেই তদন্ত কমিটির সদস্যদের কাছে। এ বিষয়ে কমিটির দুজন সদস্য দুই রকম তথ্য দিয়েছেন।

তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দাবি করেছেন, তদন্তকাজ ঠিকমতোই এগিয়ে যাচ্ছে। শিগগিরই তাঁরা তদন্ত প্রতিবেদন প্রকাশ করবেন।

এর আগে গত ৪ জুন শনিবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে এখন পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৪৬ জন। এ ঘটনায় বিভাগীয় কমিশনার কার্যালয়, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টমস হাউসের পাশাপাশি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিমকে প্রধান করে গঠিত ৭ সদস্যের এ তদন্ত কমিটিতে সহকারী পরিচালক (চট্টগ্রাম) আনিসুর রহমানকে সদস্যসচিব করা হয়। কমিটি গঠনের পর দেড় মাস পার হতে চললেও তাঁরা কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি।

তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে গতকাল সোমবার দুপুরে তদন্ত কমিটির সদস্যসচিব ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক (চট্টগ্রাম) মো. আনিসুর রহমানের অফিসে গেলে তিনি কথা বলতে রাজি হননি। যেকোনো তথ্যের জন্য নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার পরামর্শ দেন।

তদন্ত কমিটির আরেক সদস্য ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, ‘তদন্তকাজ এখনো চলছে। কবে নাগাদ প্রতিবেদন দিতে পারব, হেড অফিস থেকে যাঁদের কমিটিতে রাখা হয়েছে, তাঁরা ভালো বলতে পারবেন। ল্যাব টেস্টসহ কিছু কাজ বাকি আছে, এগুলো শেষ হলে দাখিল করা হবে। আর প্রতিবেদন দাখিল করলে আপনারা অবশ্যই জানতে পারবেন।’

তবে তদন্ত কমিটির সদস্য ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ট্রেনিং কমপ্লেক্সের উপাধ্যক্ষ মো. আব্দুল মমিন বলেন, ‘ঈদের আগে তদন্ত প্রতিবেদন মহাপরিচালকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এটা নিয়ে যা বলার মহাপরিচালক বলবেন। আমাদের এ বিষয়ে কথা বলতে নিষেধ আছে। আপনি এ বিষয়ে জানার জন্য আমাদের মিডিয়া শাখায় যোগাযোগ করতে পারেন।’

পরে মিডিয়া শাখায় যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টাফ অফিসার (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, ‘তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখতে হবে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন