Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

রংপুরকে আওয়ামী লীগের ঘাঁটি করার প্রত্যয়

রংপুর প্রতিনিধি

রংপুরকে আওয়ামী লীগের ঘাঁটি করার প্রত্যয়

আগামী দিনে রংপুরকে নৌকা ও আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা আওয়ামী লীগের নেতারা। একই সঙ্গে তাঁরা আগামী জাতীয় সংসদ ও রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন।

বিজয়ের ৈলও মুজিববর্ষ উদ্‌যাপন উপলক্ষে গতকাল শনিবার দুপুরে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা শেষে সমাবেশে এ অঙ্গীকার করেন ক্ষমতাসীন দলের নেতারা।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরের মধ্যে রংপুরে সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করেছে আওয়ামী লীগ সরকার। রংপুরের পুত্রবধূ শেখ হাসিনা নিজেই রংপুরবাসীর দায়িত্ব নিয়েছেন। এখন নেতা-কর্মীদেরও নৌকার দায়িত্ব নিতে হবে।

নেতারা এ সময় উন্নয়নের ধারাবাহিকতায় রংপুরকে এগিয়ে রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে স্বাধীনতা এসেছে। এ দেশের মানুষ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তি পেয়েছে। বর্তমানে জাতির পিতার কন্যা শেখ হাসিনা দেশকে সমৃদ্ধ করেছেন। বাংলাদেশ এখন বিশ্বে স্বল্প সময়ে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

দুপুরে নগরীর বেতপট্টিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

পরে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম, আবু তালহা বিপ্লব, দপ্তর সম্পাদক আমিন সরকার, প্রচার সম্পাদক লতিফা শওকত প্রমুখ।

এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্তুজা মনসুর, সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা চৈতি, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সিদ্দিকী রনি, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কানন, বাংলাদেশ যুব মহিলা লীগ রংপুর জেলার নেত্রী ওয়াহীদা মুন্নীসহ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ ও যুব মহিলা লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ