প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
⊲ চালচিত্র এখন (বাংলা সিনেমা)
অভিনয়: অঞ্জন দত্ত, শাওন চক্রবর্তী
দেখা যাবে: হইচই
গল্প সংক্ষেপ: আশির দশকের শুরুতে ভারতীয় নির্মাতা মৃণাল সেন বানিয়েছিলেন ‘চালচিত্র’। তিনি সিনেমায় সংবেদনশীল এক তরুণের চরিত্রে বেছে নিয়েছিলেন অঞ্জন দত্তকে। তখন অঞ্জন দত্তের বয়স ২৬, আর মৃণালের ৫৫। বয়সের পার্থক্য থাকলেও কথাবার্তা, আড্ডা, বাগ্বিতণ্ডা, তর্ক-বিতর্কে দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে দুজনের মধ্যে। স্মৃতিতে থাকা সেসব ঘটনা নিয়ে অঞ্জন তাঁর চলচ্চিত্রের গুরু মৃণাল সেনকে নিয়ে বানিয়েছেন ‘চালচিত্র এখন’ সিনেমাটি।
⊲ দ্য গোট লাইফ (মালয়ালম সিনেমা)
অভিনয়: পৃথ্বিরাজ সুকুমারন, অমলা পল
দেখা যাবে: ডিজনি হটস্টার
গল্প সংক্ষেপ: বেনিয়ামিনের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য। নব্বইয়ের দশকের গোড়ার দিকে বুকভরা স্বপ্ন নিয়ে ভাগ্যের সন্ধানে কেরালা থেকে মধ্যপ্রাচ্যে পাড়ি জমায় নজিব। আরবের মরুভূমিতে অমানবিক দাসত্বের জীবন শুরু হয় তার। সারা দিনের হাড়ভাঙা পরিশ্রমের পাশাপাশি তার দিন কাটে অর্ধাহারে। এমনকি গোসলের পানি পর্যন্ত দেওয়া হয় না তাকে। এ জীবন থেকে রেহাই পেতে মরিয়া হয়ে ওঠে নজিব।
⊲ মাদার অব দ্য ব্রাইড (ইংলিশ সিনেমা)
অভিনয়: ব্রুক শিল্ডস, মিরান্ডা কসগ্রোভ, বেঞ্জামিন ব্র্যাট
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্প সংক্ষেপ: লানার মেয়ে এমা বিদেশ থেকে এক বছর পর ফিরেছে। ফিরেই সে ঘোষণা দেয় নিজের বিয়ের। আগামী মাসেই একটি দ্বীপে হবে বিয়ের আয়োজন। মেয়ের সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ায় না লানা। কিন্তু সে স্তম্ভিত হয়ে পড়ে, যখন দেখে এমার হবু বর লানার সাবেক প্রেমিকের ছেলে। শুরু হয় গল্পের নতুন নাটকীয়তা।
⊲ রোমিও (তামিল সিনেমা)
অভিনয়: অন্টোনি বিজয়, মৃণালিণী রবি
দেখা যাবে: আহা
গল্প সংক্ষেপ: অন্টোনি বিজয় মালয়েশিয়ায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দেশে ফিরলে পরিবার বিয়ের জন্য চাপ দেয়। এক সময় মৃণালিনীর সঙ্গে বিয়ে হয় বিজয়ের। কিন্তু বিয়ের পর বিজয় জানতে পারেন, নিজের সম্মতি না থাকলেও পরিবারের চাপে এই বিয়েতে রাজি হয়েছেন মৃণালিনী। আসলে মৃণালিণীর জীবনের লক্ষ্য বিয়ে-সংসার নয়, তিনি চান সিনেমার নায়িকা হতে।